HomeWeb DevelopmentWordPress or Manual Coding?

WordPress or Manual Coding?

ওয়ার্ডপ্রেস নাকি ম্যানুয়ালি কোডিং

আপনি আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এ করবেন নাকি কোড করে করবেন তা নির্ভর করে আপনি এদের কতটুকু জানেন এবং এদের পার্থক্য গুলো সম্পর্কে ভালোভাবে তো আজকে আমি আপনাকে এদের পার্থক্য
সম্পর্কে বলবো

কোডিং করে সাইট?
কোড করে সাইট তৈরি করতে গেলে আপনাকে আগে কিছু ধাপ বা সময় ব্যায় করতে হবে আপনি যে কাজই করতে যান আমি আপনাকে বলবো আপনি আগে ওই জিনিসটা নিয়ে দেখুন ঘাটাঘাটি করুন তারপর আপনি বুঝতে
পারবেন এখন আসি কেন বললাম যে আপনাকে কিছু সময় ব্যায় করতে হবে আপনি হয়তো জানেন যে একটি ওয়েবসাইট বানাতে গেলে কিছু ভাষা জানতে হয় সে সব ভাষা হলো এইচটিএমএল, সিএসএস , জাভাস্ক্রিপ্ট পিএইচপি
আপনি একটা সাইট বানাতে গেলে আপনাকে এই ল্যাংগুয়েজ বা ভাষাগুলো জানতে হবে তারপর আপনি আপনার নিজের সাইট বানাতে পারবেন। আর আপনি যদি এসব কিছুই না জানেন তাহলে আপনাকে আগে এসব জানতে হবে এবং
এর পর আপনি ম্যানুয়ালি কোড করে সাইট তৈরি করতে পারবেন। এ ত গেল ফ্রন্ট এন্ড এর ব্যাপার এরপর আপনাকে নজর দিতে হবে ব্যাক এন্ড এ ব্যাক এন্ড এর জন্য আপনাকে শিখতে হবে পিএইচপি জাবাস্ক্রিপ্ট বা পাইথন।।

নাকি ওয়ার্ডপ্রেস??
আপনি হয়তো জানেন যে ওয়ার্ডপ্রেস এ কোন সাইট বানানোর জন্য কিছু থিম রয়েছে যার মাধ্যমে আপনি শুধুমাএ ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমেই সাইট বানাতে পারবেন বা ক্লিক এর মাধ্যমে কোন প্রকার কোড লেখার মাধ্যমেই সাইট
বানাতে পারবেন কিন্তু কথা হলো এই থিম গুলো কারা বানায় এই থিম গুলো বানায় ডেভেলপারই কিন্তু তাহলে কী দাড়ালো যে ওয়ার্ডপ্রেস সম্পূর্ন ডেভেলপারদের ওপর নির্ভরশীল?? না আসলে তা না আপনি যদি ওয়ার্ডপ্রেস এ সাইট বানাতে
পারেন বা সাইট কোন সাইট থিম এবং প্লাগিন এর সাহায্যে ডেভেলপ করতে পারেন তাহলে কনগ্রাজুলেশন আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার

পার্থক্য কী??
ওয়ার্ডপ্রেস এবং ম্যানুয়ালি কোডিং এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো স্বাধীনতা কোডিং যারা করে তারা সম্পূর্ন স্বাধীন তাদের কোন নির্ভরশীলতা নেই তারা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে নিজের ইচ্ছা মতো সাইট তৈরি করতে পারে
কিন্তু যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তাদের কিছু পরাধীনতা বা সীমাবদ্ধতা থাকে তারা তাদের ইচ্ছা মতো কাজ করতে পারেন না অর্থাত তারা শুধু মাএ সেসব ফিচারস ই ইউজ করতে পারবে যা একজন থিম ডেভেলপার তার থিম এ দিয়েছেন
বা সেই ফিচারস এর কোন প্লাগিন রয়েছে ধরুন আপনি আপনার সাইটে কোন একটি নিজের মনের মতো ফিচার এড করতে চান তাহলে আপনাকে কী করতে হবে প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার থিম এ এমন সাপোর্ট এর কোন ফিচারস
আছে কিনা বা এমন কোন প্লাগিন আছে কিনা না থাকলে আপনার এ ফিচারটি এড করার জন্য কোড করতে হবে এবং এখানেই আসে আসল খেলা অর্থাত ওয়ার্ডপ্রেস দিয়ে কোন সাইট বানাতেও আপনার কোড শিখার প্রয়োজন রয়েছে আপনি যদি
কোড যানেন তাহলে আপনি খুব সহজেই নিজের ইচ্ছা মতো ওই ফিচারটি কোড করে এড করে নিতে পারবেন।।।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments